আমাদের দেশ ভারত যে কৃষি প্রধান দেশ এ নিয়ে আমাদের দ্বিমত নেই। আমাদের এই দেশে অন্নদাতা কৃষকদের সাহায্যার্থে ইতিমধ্যে রাজ্য সরকার রাজ্যের প্রান্তিক চাষীদের কৃষক বন্ধু প্রকল্প, শস্য বীমা যোজনা এর মধ্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। রাজ্য সরকারের মতো কেন্দ্র সরকার সারাদেশের চাষীদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে এসেছে ।এই সজনার অন্তর্গত কৃষকদের বছরে 6 হাজার টাকা করে অনুদান দেয়া হয়। বিশেষত কোয়ার্টারলি 2000 টাকা করে বছরে মোট তিনবার এই কিস্তি দেওয়া হয়। এই সামান্য আর্থিক পুঁজির মাধ্যমে প্রান্তিক কৃষকেরা বীজ, কীটনাশক ও নানান রকম সার ক্রয় করে থাকেন।প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের নবম কিস্তির টাকা গত 9 আগস্ট থেকে দেয়া শুরু হয়ে গেছে। এ পর্যন্ত প্রায় কুড়ি হাজার কোটি টাকা কৃষকদের নিজস্ব একাউন্টে ট্রান্সফার করা হয়েছে।
এখনো এরকম অনেক কৃষক আছেন যাদের একাউন্টের টাকা এখনও ঢোকেনি ।যদি আপনার একাউন্টে এই টাকা না ঢুকে থাকে তাহলে চিন্তার কোন কারণ নেই ।কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের সাহায্যার্থে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি হেল্পলাইন নাম্বার সরবরাহ করা হয়েছে। এই হেল্পলাইন নম্বরে সোম থেকে শুক্র বার অফিশিয়াল টাইমে যোগাযোগ করে কৃষকরা তাদের একাউন্টে টাকা না ঢোকার কথা জানাতে পারেন। এছাড়াও pmkisanict@gov.in এই ইমেইল আইডিতে কৃষকরা তাদের অভিযোগ জানাতে পারবেন।
যে সমস্ত কৃষকেরা কিষান সম্মান নিধি যোজনা নতুন নাম লিখিয়েছেন আপনারা আপনাদের স্ট্যাটাস দেখার জন্য pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাবেন । এর জন্য কৃষকরা তাদের আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও মোবাইল নম্বর ব্যবহার করবেন। এছাড়াও যে সকল কৃষক এই সুবিধা পাবেন www.pmkisan.gov.in ওয়েবসাইট এ তাদের সবার লিস্ট সরকার সরবরাহ করেছেন। কৃষকরা তাদের রাজ্য, জেলা, শহর ও গ্রাম সিলেক্ট করে রিপোর্ট জেনারেট করতে পারবেন ও নিজেদের স্ট্যাটাস দেখতে পাবেন।
সবার সাহায্যার্থে লেখাটি শেয়ার করুন