মজবুত সম্পর্ক স্থাপনের গোপন কথা। আজই জানুন এই 12 টি টিপস। সম্পর্কের বাঁধন হবে অটুট।

 


   

" আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে, 

              তোমার ওপথ আলোয় ভরানো জানি, 

      আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে...... "  

অতি আধুনিক এই বর্তমান সমাজে এই লাইনগুলো অনেক জুটির একান্ত অন্তরের লাইন। কিন্তু কেনই বা এই লাইনগুলো আজ অন্তরের লাইন? কেনইবা সম্পর্কে এত টানাপোড়েন? কেনইবা সম্পর্কের ভাঙ্গন এত প্রাসঙ্গিক? কেনইবা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে অটুট বন্ধনে বাঁধা প্রেমের ঘর? 

                 বর্তমান দিনে দুর্বার গতিতে এগিয়ে চলা প্রেমিক প্রেমিকার মনে সন্দেহের বসবাস যেন এক সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এই সন্দেহ তিল তিল করে গড়ে তোলা আপনাদের প্রেমের বাগানে অনেকটা বিধ্বংসী টাইফুনের মতো। যা নিমেষে চুরমার করে দেয় সম্পর্কের মজবুত ভিত। তাই অযথা অতিরিক্ত সন্দেহ করবেন না। এছাড়াও নানান কারণে অনেক সম্পর্কই আজ ঠুনকো। 

               আজ এমনই কিছু বৈশিষ্ট্যের কথা বলব যেগুলো আপনার সম্পর্কের বাঁধন কে হালকা করে দেয়। আর সম্পর্ক হয়ে যায় অনেকটা ঠুনকো। সম্পর্ক দৃঢ় করতে, আরো মজবুত করতে নিচের টিপসগুলো দিকে অবশ্যই নজর রাখুন। 


ভালো করে জেনে নিন মজবুত সম্পর্ক স্থাপনের গোপন কথা-:


1. ভালো সম্পর্ক স্থাপনে প্রেমিক-প্রেমিকা দুজনেরই দায়িত্ব থাকে। তাই দুজনকে লক্ষ্য রাখতে হবে যাতে সম্পর্কের মধ্যে কোনরকম দূরত্ব তৈরি না হয় ।একে অপরকে যতটা সম্ভব বেশি সময় দেওয়া দরকার ব্যস্ততার কারণে বা অন্য কোন কারণে সঙ্গীকে সঠিক সময় না দিলে সঙ্গীর সন্দেহ হতে পারে। এরকম অবস্থায় অবশ্যই খোলামেলা আলোচনা করুন। 

2. অনেক সময় নিজেদের মানসিক স্যাটিসফ্যাকশন এর অভাব সঙ্গীর প্রতি সন্দেহের কারণ হতে পারে। এতে আপনি ভয় পান আপনার সঙ্গী হয়তো যেকোনো সময় আপনাকে ছেড়ে চলে যাবে। তাই যতটা সম্ভব নিজেকে সবদিক থেকে পরিপূর্ন করুন। আপনার মানসিক পরিতৃপ্তি আপনার সঙ্গীর মনে এক নতুন বিশ্বাসের জন্ম দেয়। 

3. সম্পর্ক স্থাপনের গোড়াতেই অনেকে মিথ্যে কথা বলে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। কোন সম্পর্কই মিথ্যার ওপর ভিত্তি করে নির্মিত হতে পারে না। 

4. নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো এরকম বৈশিষ্ট্য অনেক সঙ্গীর মধ্যেই লক্ষ করা যায়। এরকম বৈশিষ্ট্য ভালো সম্পর্ক স্থাপনে কখনোই ফলপ্রসূ নয় না। তাই নিজের সমস্যাটি আগে ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখবেন সম্পর্ক অনেকটাই দৃঢ় হবে। 

5. মতের মিল থাকাটা সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে একান্ত জরুরি। কিন্তু এই পৃথিবীতে বেশিরভাগ সঙ্গীরি মতের মিল হয় না। এরকম ক্ষেত্রে সঙ্গীর প্রতি অযথা সন্দেহ না বাড়িয়ে একে অন্যকে বোঝার চেষ্টা করুন। সমস্ত রকম আলোচনা খুবই খোলাখুলিভাবে করুন। দেখবেন সম্পর্ক অনেকটাই মজবুত হবে। 

6. আর্থিক সমস্যা অনেক সময় ভালো সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। কখনো কখনো আর্থিক সমস্যার কারণে আপনি আপনার সঙ্গীর চাহিদা মেটাতে পারেন না ।আর এতে সঙ্গী আপনাকে অন্য রকম ভাবে গ্রহন করে। সঙ্গীর মনে সন্দেহের দানা বাঁধে। সঙ্গী ভাবে আপনি আপনার উপার্জিত টাকা অন্য জায়গায় ব্যয় করছেন ।এহেন পরিস্থিতিতে আর্থিক সমস্যার কথা অবশ্যই আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করে নিন। এতে খুব সহজেই সন্দেহ দূর হবে। সন্দেহের চারাগাছকে কে কোনভাবেই বাড়তে দেবেন না। 

7. অনেক সময় মনোমালিন্যের ফলে দু'জনের মধ্যে সামান্য ঝগড়াও হয়ে থাকে। এক্ষেত্রে দু'জনেরই  একে-অন্যের রাগ ভাঙ্গানো উচিত। এই ধরনের অভিমান প্রেমের বন্ধন কে আরো শক্ত করে। 

8. সততা ভালো সম্পর্ক স্থাপনের গোড়ার কথা। যদি কখনো দেখেন আপনার সঙ্গী কোনো রকম সমস্যায় পড়েছে। তাহলে তৎক্ষণাৎ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। যেকোনো বিষয়কে খুব পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করুন ।সঙ্গীকে যে আপনি ভালবাসেন সেটা অবশ্যই অনুভব করাতে ভুলবেন না।

9. সঙ্গীদের সকলেরই উচিত একে অন্যকে শ্রদ্ধা করা। অন্যের প্রতি ঈর্ষা ভাব যেন কখনোই মনের মধ্যে জন্ম না নেয়।

10. একে অন্যকে পরিবর্তন করার চেষ্টা করবেন না। আপনার সঙ্গী যেমন তাকে সেভাবেই ভালোবাসার চেষ্টা করুন। মতামত পোষণ ও অন্যান্য সকল ক্ষেত্রে সঙ্গীকে সম্পূর্ণ স্বাধীনতা দিন। 

11. আপনার কোনো গোপন কথা সঙ্গীর কাছে যেন গোপন না থাকে। খুব খোলামেলাভাবেই সঙ্গীকে আপনার গোপন কথা গুলো শেয়ার করুন। এতে সম্পর্ক মজবুত হয়। 

12. কখনোই নিজের ডিসিশন সঙ্গীর উপর চাপিয়ে দেবেন না। সঙ্গীকে তার মতামত প্রদানের সুযোগ দিন। যে কোনো ডিসিশন দুজনে মিলে নেওয়ার চেষ্টা করুন। এতে একে অন্যের প্রতি বিশ্বস্ত হওয়া যায়। 

                সঙ্গীর বিশেষ যত্ন নিন একে অন্যকে ভালবাসুন। নিজেদের জীবনকে আরো মধুময় করে তুলুন। নিজে ভালো থাকুন অন্যকে ভাল রাখুন। 

               এছাড়া যদি আপনার কোনো বিশেষ মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতে আমরা আরো সমৃদ্ধ হব। 


আপনার প্রিয়জনদের স্বার্থে অবশ্যই এই পোস্টটিকে শেয়ার করুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.