টিকিট ছাড়া ট্রেনে সফর করতে পারবেন। ভাবছেন এ আবার কি করে সম্ভব? হ্যাঁ ঠিকই দেখছেন। টিকিট না থাকলেও এবার ট্রেনে যাত্রা করতে পারবেন। ভারতীয় রেল যাত্রী সুবিধার্থে এই নতুন নিয়ম এনেছে।
আজই জানুন নতুন নিয়মে কি আছে? আপনি হয়তো ভাবছেন বাইরে দূরে কোথাও বেড়াতে যাবেন। রিজার্ভেশন টিকিট কেটেছে, কিন্তু কনফার্ম না হওয়ার জন্য ট্রেনে উঠতে পারতেন না। আর যদি ট্রেনে ওঠেন তাহলে মোটা টাকার ফাইন দিতে হতো। এতদিন এমনটাই ছিল।ট্রেনযাত্রার নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের এই সমস্যায় আর পড়তে হবে না। যাত্রীদের জন্য সুখকর এনেছে ভারতীয় রেল। এবার থেকে রিজার্ভেশন টিকিট না থাকলে ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এই নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি রিজার্ভেশন টিকিট না পান, তাহলে কেবল প্লাটফর্ম টিকিট কেটে আপনি ট্রেনে উঠতে পারবেন। এর অর্থ যদি আপনার রিজার্ভেশন টিকিট না থাকে, তাহলে কেউ আপনাকে ট্রেন থেকে নামাতে পারবে না।
তবে মনে রাখবেন শুধু প্লাটফর্ম টিকিট নিয়ে পুরো যাত্রা আপনি করতে পারবেন না। এর জন্য আপনাকে আরও কিছু করতে হবে। সরাসরি ট্রেনের টিকিট চেকার এর সাথে যোগাযোগ করুন। উনাকে জানান কেন আপনি টিকিট না কেটে ট্রেনে উঠেছেন। যদি আপনার কারণ উনার কাছে উপযুক্ত বলে মনে হয়, তাহলে তিনি আপনাকে 250 টাকা জরিমানা সহ টিকিটের দাম নির্ধারণ করে নতুন টিকিট প্রদান করবেন ।তাহলে অবশ্যই মনে রাখবেন টিকিট ছাড়াও বিনা টিকিটে ভ্রমণের জন্য আপনার কাছে রাখতে হবে আপনার পরিচয় পত্র, সঙ্গে 250 টাকা জরিমানা ও আপনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য টিকিটের মূল্য।
নতুন নিয়ম হওয়ার ফলে আপনাকে আর বিনা টিকিটে যাত্রার জন্য মোটা অঙ্কের টাকা দিতে হবে না। অনেক সময় বাধ্য হয়ে আপনাকে ট্রেন থেকে নামতে হতো, এবার থেকে আর এই সমস্যার সম্মুখীন হবেন না ট্রেনের যাত্রীরা।