2021 সালে ইন্ডিয়ান আইডল 12 এর প্রথম স্থান অধিকার করেছেন পবনদীপ রাজন। প্রথম স্থানাধিকারী এই কুশলী যুবক শুধু যে ইন্ডিয়ান আইডলের ট্রফি নিয়ে বাড়ি ফিরলেন তা নয়, সঙ্গে পেলেন 25 লক্ষ টাকা চেক আর গাড়ির চাবি। 15 ই আগস্ট দুপুর 12 টা থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডল 12 এর গ্র্যান্ড ফাইনাল। আর এবছর গ্র্যান্ড ফিনাল তার সমস্ত রকম রেকর্ড ব্রেক করে পুরো বারো ঘন্টা ধরে চলেছিল। যা শেষ হয়েছিল ঠিক রাত বারোটয়। অনলাইন ভোটে সর্বাধিক ভোট পায় পবনদীপ রাজন। এই সিজনে অরুনিতা কাঞ্জিলাল ও পবন দুজনেই খুবই ভালো পারফর্ম করে গেছেন। দুজনেই সেরার খেতাব জয়ের লড়াইয়ে টক্কর দিয়েছিলেন।
অরুনিতা কাঞ্জিলাল পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন। তিনি এর আগে সারেগামাপা লিটল চ্যাম্পস প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। ট্যালেন্ট এর দিক থেকে কোন অংশেই পবনদীপ এর থেকে কম যান না অরুনিতা। অনেকে অরুনিতার গানের প্রশংসা করে অরুনিতা কে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করেছেন।
পবনদীপ এর বাড়ি উত্তরাখণ্ডে। সাধারণ মধ্যবিত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। বাবা সুরেশ রায়না গানকে ভালবাসেন। চেয়ে ছিলেন সুপ্রতিষ্ঠিত গায়ক হতে। কিন্তু সাংসারিক বিভিন্ন চাপের কারণে সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা সম্ভব হয়নি। বাবার স্বপ্নকে সাকার করতে পবন বাবার কাছেই সংগীত শিক্ষার চর্চা শুরু করেন। খুব ছোট থেকেই নানা রকম প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন। শুধু যে সঙ্গীত তা নয়, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র যেমন তবলা, গিটার, কিবোর্ড, ড্রাম, ইত্যাদিতে নিজেকে পাকাপোক্ত করেছেন এই যুবক। ইন্ডিয়ান আইডলের মঞ্চে শুধু যে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন এমনটা নয়, তার বাদ্যযন্ত্রের কুশলতা দেখে মঞ্চের বিচারকরাও চমকে গিয়েছিলেন।
2015 সালে ভয়েস অফ ইন্ডিয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এই কুশলী যুবক। প্রতিযোগিতা শেষে সেরার খেতাব, সঙ্গে 50 লক্ষ টাকার চেক ও চকচকে গাড়ির চাবি পান পবনদ্বীপ। সার্বিক পারদর্শিতা লক্ষ্য করে তাকে উত্তরাখণ্ড এর ইউথ ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানো হয়। 2017 সালে পবনদ্বীপ প্রথম সিনেমার জন্য তেরে লিয়ে নামের একটি গান গেয়েছিলেন।
এবার আসা যাক পবনদ্বীপ এর পার্সোনাল লাইফ নিয়ে। ইন্ডিয়ান আইডলের মঞ্চ শুধু নয়, পবন দ্বীপের বন্ধুবান্ধব মহল থেকে এ কথা ভেসে আসতে শোনা যায় যে পবন দ্বীপ ও অরুনিতা কাঞ্জিলাল একে অপরকে পছন্দ করেন। এই দুজন সংগীতশিল্পী একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। যদিও তাঁদের প্রেমের সত্যতা নিয়ে অরুনিতা ও পবন কেউই মুখ খোলেননি। এ ব্যাপারে দুজনেই তাদের ভক্তদের কাছে কিছু সাসপেন্স রেখে গেছেন। এই দুজনের সম্পর্ক শুধুই কি বন্ধুত্বের? নাকি অন্য কিছু। দেখা যাক সময় বলবে এদের সম্পর্কের পরিণতি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজস্ব কিছু মতামত থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না।