এবার ঘর হবে টিকটিকি মুক্ত। কিভাবে সম্ভব?


                   

                  ঘর আছে অথচ টিকটিকি নেই এমন টা সত্যিই ভাবা যায় না। সঠিক বাস্তুতন্ত্র বজায় রাখতে হলে সব ধরনের প্রাণী গুরুত্ব আছে এ কথা আমরা কেউই অস্বীকার করতে পারি না। কিন্তু কখনো কখনো কিছু প্রাণীর উপস্থিতি আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। আমাদের লাইফস্টাইলে অনেক বাধা বিপত্তি আনে ।আমাদের সকলের পরিবারের অন্যতম সদস্য হলো টিকটিকি ।টিকটিকি আমাদের নানাভাবে ক্ষতি করে। টিকটিকির মল বাড়িতে রাখা খাবারের মধ্যে বিষক্রিয়া ছড়ায়। এছাড়া টিকটিকি থেকে বিভিন্ন রকম সংক্রমণ হতে পারে। আমরা নানান রকম পদ্ধতি গ্রহণ করি বাড়ি থেকে টিকটিকি তাড়ানোর জন্য। বিভিন্ন রকম বাজারচলতি রাসায়নিক ব্যবহার করার পর কিছুদিন পর ঘরের মধ্যে সেই টিকটিকির আধিক্য লক্ষ করা যায়।  

তাই চিরস্থায়ীভাবে টিকটিকিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:


1. প্রায় প্রত্যেক গৃহস্থের বাড়িতে ন্যাপথলিন ব্যবহার করা হয়। টিকটিকি তাড়াতে এই  ন্যাপথলিন মন্ত্রের মত কাজ করে। ঘরের মধ্যে যেখানে বেশি পরিমাণ টিকটিকি দেখা যায় ওইখানে একটি ন্যাপথলিন রেখে দিন। দেখবেন টিকটিকি উধাও হয়ে গেছে। 

2. চুলের সুস্বাস্থ্যের জন্য পেঁয়াজ ও রসুনের গুণাগুণ আগেই জেনেছেন। বাড়ি থেকে টিকটিকি তাড়াতে পেঁয়াজ ও রসুন কিন্তু অনবদ্য ভূমিকা পালন করে। পেঁয়াজ ও রসুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার। টিকটিকি এই সালফারের ঝাঁঝালো গন্ধ সহ্য করতে পারেনা। ভালো করে থেতলে ওদের রস বের করুন। তারপর একটা বোতলে করে নিয়ে টিকটিকি যেখানে বসবাস করে স্প্রে করুন। দেখবেন কয়েকদিনেই টিকটিকি উধাও। 

3. টিকটিকি তাড়ানোর এক বহু প্রচলিত পুরনো পদ্ধতি হলো ডিমের খোসা। যেসকল বাড়িতে টিকটিকির আধিক্য দেখা যায় ওখানে ডিমের খোসা রেখে দিন। দেখবেন টিকটিকি আর দেখা যাচ্ছে না। 

4. বাড়িতে রান্নার কাজে আমরা প্রায় প্রত্যেকেই গোলমরিচ ব্যবহার করি। গোলমরিচ ভালো করে পেশাই করুন। তারপর জলের সঙ্গে মিশিয়ে টিকটিকির বাসস্থানে স্প্রে করে দেবেন। এতে কিভাবে কুপোকাত। 


বাড়িতে অন্ধকার জায়গা সোফর নিচের অংশএছাড়া যেখানে যেখানে টিকটিকির আধিক্য আছে ওইসব জায়গায় ফিনাইল স্প্রে করুন অথবা ফিনাইল এর ট্যাবলেট ব্যবহার করতে পারেন। বাড়িকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এতে বিভিন্ন রকম কীটপতঙ্গ থাকবে না। আর বাড়িতে যদি কীটপতঙ্গ না আসে টিকটিকি তার খাওয়ার সংগ্রহ করতে পারবে না। এমনিতেই বাড়ি ছেড়ে চলে যাবে। পর্যাপ্ত আলো যাতে বাড়িতে প্রবেশ করে সে বিষয়ে নজর রাখুন। 

এই পদ্ধতিগুলো অবলম্বন করলে অবশ্যই টিকটিকি বাড়ি থেকে বিদায় হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.