১৪ বছর পর বাড়তে চলেছে দেশলাইয়ের বাক্সের দাম।
পয়লা ডিসেম্বর থেকে এক বাক্স দেশ্লাই কিনতে লাগবে দুই টাকা। 2007 সালে 50 পয়সা থেকে বাড়িয়ে দেশলাইয়ের বাক্সের দাম করা হয়েছিল এক টাকা।
দেশের পাঁচটি বড়ো দেশলাই প্রস্তুতকরি সংস্থা, পণ্যের দাম বাড়ানো নিয়ে বৈঠকে বসেছিলেন।সংস্থাগুলি জানিয়েছে পয়লা ডিসেম্বর থেকে এক বাক্স দেশ্লাই কিনতে লাগবে দুই টাকা।সংস্থাগুলির দাবি দেশ্লাই তৈরি করতে যে চৌদ্দটি কাঁচামাল লাগে সেসব এর দাম আগের থেকে অনেক বেড়ে যাওয়ায় আগের দামেই বিক্রি করা সম্ভব হচ্ছে না।তাই সংস্থাগুলি তাদের পণ্যের দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে।