৩৭ বছরের যাত্রা শেষ কোলকাতার নন এসি মেট্রোরেলর....!!

১৯৮৪সালের ২৪ অক্টোবর যাত্রা শুরু করে ছিল কোলকাতা  মেট্রোরেল। ৩৭ বছরের যাত্রা শেষ কোলকাতার নন এসি মেট্রোরেল। 

আমাদের দেশে প্রথম কলকাতায় মেট্রোরেল যাত্রা শুরুকরে  সুরঙ্গ পথে।  প্রথম মেট্রোরেল চলেছিল ভবানীপুর থেকে স্প্লানেট তারপর বেড়েছে সুরঙ্গ মহানগরী উত্তর থেকে দক্ষিন যুড়েছে সুড়ঙ্গে ।  তাই  শহরের একজন হয়ে উঠেছে এই মেট্রো। অফিস এর সময় এই মেট্রো যাত্রি সংখ্যা চোখে পড়ার মতো। কত লক্ষ মানুষে র নিত্য - বসের বকুনির হাত থেকে বাঁচিয়েছে  ও পরিবার কে একটু বেশি সময় দিতে ব্যবস্থা করে দিয়েছে এই মেট্রো তার কোনো হিসাব নেই।

১৯৮৪সালের ২৪ অক্টোবর প্রথমে চেন্নাই থেকে কোলকাতায় আসে নন এসি  ৯ টি রেক , এর পর আরো নয়টি। ২০১২ প্রজন্ত এরাই  মাটির নিচে রাজত্ব করেছে। এই বছরই প্রথম এলো এসি মেট্রো রেক। 

প্রকৃতির নিয়ম সবাইকেই একদিন চলে যেতে হবে , তাই সেই নিয়ম মেনে আমার আপনার কত স্মৃতি জড়িয়ে থাকা এই নন এসি রেক কে সম্পূর্ণ কর্ম অক্ষম করলো মেট্রোরেল কর্তিপক্ষ।  আজ ২৪/১০/২০২১ এ আনুষ্ঠানিক ভাবে কেক কেটে  বিদায় জানালেন।  

আপনি যদি বেভে থাকেন যে, এই রেক গুলোর চির জীবনের মতো ছুটি তাহলে ভুল করছেন। কারণ কতৃপক্ষ জানিয়েছেন যে এই মেট্রো গুলি কে কোনো দর্শনীয় স্থানে রাখা হবে যাতে ভবিষৎ প্রজন্ম দেখতে পায়। মানে এই মেট্রো রেলের নতুন করে কাজ শুরু তবে তা ট্রাকে নয় , মানুষের মনের কোঠাতে অতীতের স্মৃতি চারণের।  আবার ও অনেক পথ চলতে হবে ...........


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.