শৌচালয়ে মোবাইল নিয়ে ঢোকেন? সাবধান! মহাবিপদ।

                 


  গাছ আমাদের অক্সিজেন দেয়। আর এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। 

আধুনিক যুগে এই কথাটি পরিবর্তনের বোধ হয় সময় এসে গেছে, একটু কৌতুক করে বলা যেতেই পারে অক্সিজেন নয় মোবাইল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। আপনি কি জানেন আমাদের বেশির ভাগেরই দিনের প্রায় 80 থেকে 90% কাটে মোবাইল হাতে নিয়ে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত মোবাইল ফোন ছাড়া আমাদের এক মুহুর্তও যেন কাটতেই চায় না। মোবাইল ফোন ব্যবহারে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে খাওয়ার সময়, রাস্তায় চলাচলের সময়, ঘুমাতে যাওয়ার সময়, কাজের সময়, এমনকি শৌচালয়ে আমরা মোবাইলকে হাতছাড়া করতে পারিনা। শৌচ কার্যের সময় মোবাইল ফোন ব্যবহার করেন এমন অনেককেই দেখা যায়। আমরা সবাই জানি যখন আমাদের ফোন হাতে থাকে কিভাবেযে সময়টা কেটে যায় তা আমাদের মনেই হয় না। আপনি লক্ষ্য করবেন যদি আপনি শৌচালয় মোবাইল ফোন ব্যবহার করেন তাহলে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি সময় আপনার শৌচালয় কেটে যায়। আপনার খেয়াল থাকেনা কতটা সময় আপনি শৌচালয়ে কাটাচ্ছেন। শুধু যে সময় অপচয় হয় এমন টা নয়, শৌচালয়ে মোবাইল ফোন নিয়ে ঢুকলে সময় এর পাশাপাশি আরো অনেক ক্ষতি হতে পারে। 


🎧শৌচালয় যদি আপনি ফোন ব্যবহার করেন তাহলে শৌচ কার্য থেকে আপনার মনোযোগ মোবাইলের দিকে থাকে এতে শৌচকার্যেজর যেমন অসুবিধে হয় তেমন নানারকম আন্ত্রিক সমস্যাও দেখা দিতে পারে। 

🎧শৌচালয় নানান ধরনের জীবাণুর আঁতুড়ঘর। শৌচালয়ের পরিবেশ সবসময় ভেজা থাকে ওই পরিবেশে থাকা বিভিন্ন রকমের জীবাণু ও ব্যাকটেরিয়া সহজেই মোবাইলের ফোনের ব্যাক কভার ও অন্যান্য জায়গায় বাসা বাঁধে। যা রোগজীবাণু ছাড়তে সাহায্য করে। এর ফলে আমরা নানা রকম সংক্রমনের মুখোমুখি হই। 



এছাড়াও এ কথা খুব সহজে বলা যেতেই পারে যখন আপনি শৌচালয়ে  মোবাইল নিয়ে যাচ্ছেন এর অর্থ হলো মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত আপনি থাকতে পারেন না। এতে আপনার সময় তো নষ্ট হচ্ছে এই সঙ্গে সঙ্গে আপনার শারীরিক ও মানসিক নানান ধরনের ব্যাঘাত ঘটছে। তাই যতটা সম্ভব পারেন শুধু শৌচালয় নয়, অন্যান্য কাজ করার সময় মোবাইল ফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন । এতে আপনার জীবন অনেকটাই সুখময় হবে।আপনার শরীরের পাশাপাশি আপনার চোখ থাকবে সুরক্ষিত । প্রয়োজনে দিনের অনেকটা সময় আপনি বই পড়ে কাটাতে পারেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.