গাছ আমাদের অক্সিজেন দেয়। আর এই অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না।
🎧শৌচালয় যদি আপনি ফোন ব্যবহার করেন তাহলে শৌচ কার্য থেকে আপনার মনোযোগ মোবাইলের দিকে থাকে এতে শৌচকার্যেজর যেমন অসুবিধে হয় তেমন নানারকম আন্ত্রিক সমস্যাও দেখা দিতে পারে।
🎧শৌচালয় নানান ধরনের জীবাণুর আঁতুড়ঘর। শৌচালয়ের পরিবেশ সবসময় ভেজা থাকে ওই পরিবেশে থাকা বিভিন্ন রকমের জীবাণু ও ব্যাকটেরিয়া সহজেই মোবাইলের ফোনের ব্যাক কভার ও অন্যান্য জায়গায় বাসা বাঁধে। যা রোগজীবাণু ছাড়তে সাহায্য করে। এর ফলে আমরা নানা রকম সংক্রমনের মুখোমুখি হই।
এছাড়াও এ কথা খুব সহজে বলা যেতেই পারে যখন আপনি শৌচালয়ে মোবাইল নিয়ে যাচ্ছেন এর অর্থ হলো মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত আপনি থাকতে পারেন না। এতে আপনার সময় তো নষ্ট হচ্ছে এই সঙ্গে সঙ্গে আপনার শারীরিক ও মানসিক নানান ধরনের ব্যাঘাত ঘটছে। তাই যতটা সম্ভব পারেন শুধু শৌচালয় নয়, অন্যান্য কাজ করার সময় মোবাইল ফোন থেকে দূরে থাকার চেষ্টা করুন । এতে আপনার জীবন অনেকটাই সুখময় হবে।আপনার শরীরের পাশাপাশি আপনার চোখ থাকবে সুরক্ষিত । প্রয়োজনে দিনের অনেকটা সময় আপনি বই পড়ে কাটাতে পারেন।