Dandruff Problem During Monsoon: বর্ষাকালে চুল পড়ার সমস্যা বেড়েছে? এর সঙ্গে জুটেছে খুশকির সমস্যা! আপনার প্রায় নাজেহাল অবস্থা। ঘরোয়া উপায়ে খুশকির সমস্যা দূর করবেন কীভাবে?বর্ষাকাল হলেই চুলের নানা সমস্যা শুরু হয়ে যায়। একেই তো চুল আঠাআঠা হয়ে থাকে। চুল চিটচিট করে। কিন্তু আবহাওয়া তো বদলাতে পারবেন না। তাই আপনাকেই চুলের বাড়তি যত্ন নিতে হবে।
অনেকেই সারা বর্ষকাল খুশকির সমস্যায় ভুগতে থাকেন। ঘরোয়া উপায়ে খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব! জেনে নিন কীভাবে ঘরোয়া উপায়েই খুশকির সমস্যা দূর করা যেতে পারে, টিপস রইল আপনার জন্য
১) নিমপাতা ব্যবহার :
আপনার প্রয়োজন ১০-১৫টি নিম পাতা। অলিভ অয়েল নিন ৪ টেবিল চামচ। প্রথমেই মিক্সারে ভালো করে পাতাগুলো গুঁড়ো করে নিন। তারপর একটি পাত্রে নিমপাতার গুঁড়ো নিন। অলিভ অয়েল মিশিয়ে দিন ভালো করে। একটি ঘন মিশ্রণ তৈরি হবে।
মিশ্রণটি মাথার ত্বকে ভালো করে লাগিয়ে দিন। স্ক্যাল্পে ও চুলের গোড়ায় যেন এই নিমপাতার মিশ্রণ ব্যবহার হয়। এক ঘণ্টা মাথায় এটি লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু করে নিন। তারপর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন।
২) পাতিলেবু করবে চমৎকার :
ঘরে পাতা এক বাটি টক দই নিন। তার মধ্যে অর্ধেক পাতিলেবু ব্যবহার করতে হবে। টক দই ও পাতিলেবু ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। তারপর ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করুন। ৩ দিন এটি ব্যবহার করতে পারেন।
লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি। যা চুলকে একবারে গোড়া থেকে খুশকি মুক্ত করবে। এটা খেয়াল রাখবেন যে, লেবুর রস সরাসরি স্ক্যাল্পে ব্যবহার করবেন না। প্যাকের মত চুলে ব্যবহার করতে পারেন।
৩) খুশকি দূর করতে ব্যবহার করুন ডিম:
আপনার প্রয়োজন একটি বা দুটি ডিম। আপনার চুলের দৈর্ঘ্য ও ঘনত্বের উপর এই ডিমের পরিমাণ নির্ভর করবে। একটি বাটিতে ডিম ফাটিয়ে মিশ্রণ তৈরি করে নিন। তারপর এই মিশ্রণ চুলের ডগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। শাওয়ার ক্যাপ পরে থাকুন।
মিশ্রণ মাথায় এক ঘণ্টা লাগিয়ে রাখুন। ভালো করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২বার এই হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন।