কমনওয়েলথ গেমসে কানাডার মিশেল লিকে হারিয়ে ভারতকে সোনা এনে দিলেন ভারতের শেরনি পি ভি সিন্ধু।
স্বাধীনতার ৭৫ বছরের পূর্তির মাসে ইতিমধ্যেই উদযাপন শুরু হয়েছে।রিও অলিম্পিক্সে রুপো এবং টোকিও অলিপিক্সে ব্রোঞ্জ জয়ী পুসারলা ভেঙ্কট সিন্ধু আবারও সোনা উপহার দিলেন ভারতকে। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে জয় পিভি সিন্ধুর কমনওয়েলথে গেমসে।
বিশ্বের ১৩ নম্বর মিশেল২০১৪ গ্লাসগো অলিম্পিক্সে সোনা জিতেছিলেন।
মিশেল লি এর বিপরীতে প্রথম গেমে ২১-১৫ ব্যবধানে জয় এবং দ্বিতীয় গেমে ২১-১৩ গেমেই জয় ছিনিয়ে সোনা জিতে নেন ২ বারের অলিম্পিক্স পদকজয়ী।
কঠোর পরিশ্রমী পি ভি সিন্ধু বিশ্বের সাত নম্বর শাটলার। বাঁ পায়ে হাল্কা চোট নিয়েই খেলতে নেমেছিলেন । প্রথমে সমস্যা হলেও তারপর সেই সমস্যা কিছুক্ষনের মধ্যেই কাটিয়ে ওঠেন।
পি ভি সিন্ধুকে অর্জুন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মানিত করা হয়।
ইতিমধ্যেই নেট দুনিয়া ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রমুখ সিন্ধুকে শুভেচ্ছা জানান। "চ্যাম্পিয়নদের চ্য়াম্পিয়ন", ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর "পিভি সিন্ধুর দক্ষতায় আরও একবার ইতিহাস গড়া হল"