বিজ্ঞাপন থেকে আয়ের নতুন নজির -
বিজ্ঞাপন থেকে আয়ের শীর্ষে পৌঁছেছে সার্চ ইঞ্জিন গুগলের মালিক প্রতিষ্ঠান আলফাবেট। জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসে আয় করেছে 6510 কোটি ডলার। কেবল গুগলের বিজ্ঞাপন থেকে আয় হয়েছে 5310 কোটি ডলার। মঙ্গলবার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
গুগল ভিডিও সার্ভিস ইউটিউব সহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন থেকে সময়ের মধ্যে প্রত্যাশার চেয়েও বেশি আয় করেছে আলফাবেট। মোবাইল ফোন ব্যবহারকারীদের টার্গেট করে নতুন এই পদক্ষেপে সাফল্য এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মহামারি তে মোবাইল ফোন ব্যবহারকারীদের সময় দেয়ার হার বেড়ে যাওয়ায় গত বছর থেকে ব্যাপকহারে ওয়েব প্রতিষ্ঠানগুলো বেড়ে যায়।