5 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য টিকা করন -

চিন্তার দিন শেষ অচিরেই আস্তে চলেছে শিশুদের জন্য corona এর টিকা :

cdc vactination pic

যুক্তরাষ্ট্যের 5 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকা প্রয়োগের অনুমতি পেতে যাচ্ছেন ফয়েজের বায়ো ইনটেক। এই টিকা প্রয়োগ নিয়ে ভোটাভোটি হয়। ভোটাভুটিতে ভ্যাকসিন দেয়ার পক্ষে সমর্থন দিয়েছে সরকারের বিশেষজ্ঞ প্যানেলের।

শিশু দের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল কে সমর্থন দিয়েছে মার্কিন খাদ্য ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FDA , সংশ্লিষ্ট দের মতে কয়েক সপ্তাহের মধ্যে আসতে পারে চূড়ান্ত অনুমোদন। FDA পাশাপাশি যুক্তরাষ্ট্যেররোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ CDC অনুমতি দরকার হবে।

গত সেপ্টেম্বর মাসে শিশুদের টিকার ট্রায়ালের ফলাফল প্রকাশ করে ফয়েজের বায়ো ইনটেক। কিছুদিনের মধ্যেই 6 থেকে 11 বছর বয়সী শিশুদের উপর ফলাফল প্রকাশ করবে যুক্তরাষ্ট্যের একটি প্রতিষ্ঠান মর্ডানা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.