কিভাবে ক্রিকেটে হ্যাট্রিক বা ডবল হ্যাট্রিক আবিষ্কার হলো -
আমরা যারা ক্রিকেট প্রেমী তিনারা হ্যাট্রিক সম্পর্কে প্রায় সবাই জানেন। কিন্তু আপনারা অনেকেই হয় তো জানেন না যে কি ভাবে ডবল হ্যাট্রিক হয়। আপনারা হয়তো ভাবছেন পর পর দুই বার ৩ টি করে উইকেট পাওয়াকে বলে হয়তো ,আসলে তা না। পর পর ৪ বলে ৪ উইকেট শিকারের বিরল কৃত্তি কে বলে ডাবল হ্যাট্রিক।
আর এই ডাবল হ্যাট্রিক দেখতে পাওয়া টাও খুবি বিরল , কিন্ত এই অসাধ্য যা টি ২০ ওয়ার্ল্ড কাপ লিগে প্রথম বারের জন্য সম্ভব হয়েছে। সোমবারে (১৮/১০/২০২১) নেদারল্যান্ড দলের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক এসেই বীরত্ব দেখিয়েছেন আয়ারল্যান্ডের পেইস বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যামফার। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ও একমাত্র ডাবল হ্যাটট্রিক এর কির্তী এখন ক্যামফারের ঝুলিতে।
ডাবল হ্যাট্রিক এতটাই বিরল যে টি-টুয়েন্টি ক্রিকেটে কার্টিস ক্যামফার কে নিয়ে এই যোগ্যতা অর্জন করেছে মাত্র তিন জনের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে রশিদ খান আর ওই বছর ই নিউজিল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গা এমন কীর্তি করেন।