হ্যাট্রিক শব্দটির সৃষ্টি হলো কি ভাবে এবং ডবল হ্যাট্রিক আসলে কি ?

কিভাবে ক্রিকেটে হ্যাট্রিক বা ডবল হ্যাট্রিক আবিষ্কার  হলো -


পরপর তিন বলে ৩ উইকেট পাওয়াকে ক্রিকেটের ভাষায় বলে হ্যাট্রিক। কিন্তু কিভাবে এসেছে হ্যাট্রিক শব্দের প্রচলন এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে ইংল্যান্ডের ক্রিকেটে পরপর তিন বলে ৩ উইকেট শিকার করলে ক্লাবের পক্ষ থেকে একটি হ্যাট(এক প্রকারের টুপি ) উপহার পেতেন বোলার , ধারণা করা হয় তিন বলে ৩ উইকেট পাওয়াকে ট্রিক বাংলায় যাকে জাদু বলা হয়তাই এই ভাবে হ্যাট ও ট্রিক মিলিত হয়ে হ্যাটট্রিকের প্রচলন হয়েছে।

আমরা যারা ক্রিকেট প্রেমী তিনারা হ্যাট্রিক সম্পর্কে প্রায় সবাই জানেন। কিন্তু আপনারা অনেকেই হয় তো জানেন না যে কি ভাবে ডবল হ্যাট্রিক হয়। আপনারা হয়তো ভাবছেন পর পর দুই বার ৩ টি করে উইকেট পাওয়াকে বলে হয়তো ,আসলে তা না। পর পর ৪ বলে ৪ উইকেট শিকারের বিরল কৃত্তি কে বলে ডাবল হ্যাট্রিক।

আর এই ডাবল হ্যাট্রিক দেখতে পাওয়া টাও খুবি বিরল , কিন্ত এই অসাধ্য যা টি ২০ ওয়ার্ল্ড কাপ লিগে প্রথম বারের জন্য সম্ভব হয়েছে। সোমবারে (১৮/১০/২০২১) নেদারল্যান্ড দলের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক এসেই বীরত্ব দেখিয়েছেন আয়ারল্যান্ডের পেইস বোলিং অলরাউন্ডার কার্টিস ক্যামফার। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ও একমাত্র ডাবল হ্যাটট্রিক এর কির্তী এখন ক্যামফারের ঝুলিতে।

ডাবল হ্যাট্রিক এতটাই বিরল যে টি-টুয়েন্টি ক্রিকেটে কার্টিস ক্যামফার কে নিয়ে এই যোগ্যতা অর্জন করেছে মাত্র তিন জনের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে রশিদ খান আর ওই বছর ই নিউজিল্যান্ডের বিপক্ষে লাসিথ মালিঙ্গা এমন কীর্তি করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.