পুরীর জগন্নাথ মন্দিরে চালু হচ্ছে পোশাক বিধি, সেবায়রত পানডা এমনকি মন্দিরের অন্যান্য কর্মচারীদের কি পোশাক পরতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে।
ভক্তরা যাতে মন্দিরে এসে প্রতারণার শিকার না হয় সেজন্যই এই ব্যবস্থা এর সিধান্ত মন্দির কর্তিপক্ষের ..........
পুরীর মন্দিরে যখন তখন যে কেউ পূজারী সেজে ভক্তদের ঠকাচ্ছেন। পুজোর অধিকার না থাকলেও তারা ঢুকে পড়ছেন গর্ভগৃহে ফলে বহু ক্ষেত্রে প্রকৃত সেবায়েত এর মাধ্যমে পুজো দিতে না পেরে প্রতারণার শিকার হচ্ছেন ভক্তরা, প্রতিকারে পোশাক বিধি চালুর সিদ্ধান্ত নিয়েছে মন্দির পরিচালনায় নিযুক্ত কমিটি।
ঠিক হয়েছে জগন্নাথ মন্দিরের সেবায়েত পান্ডা ও সাধারণ কর্মচারী সকলকে নির্দিষ্ট পোশাক মন্দিরে ঢুকতে হবে মন্দিরের গর্ভগৃহে সেবায়েতেরা থাকবেন তাদের পড়ে থাকবে ধুতি , পিঠব্যস্ত্র ও গামছা। জগন্নাথ মন্দিররে সেবায়েতদের গলায় ঝুলিয়ে রাখতে হবে সরকার অনুমোদিত সচিত্র পরিচয় পত্র। মন্দিরের কর্মীরা ধুতির সঙ্গে সাদা জামা পড়বেন।জামার কাঁধে থাকবে লোগো দেওয়া ব্যাচ এবং গলায় সচিত্র পরিচয়পত্র।
মন্দির পরিচালনা কমিটি জানিয়েছে বংশানুক্রমে পুজোর অধিকার প্রাপ্ত নবীন রা অনেকেই প্যান্ট শার্ট জিন্স পরে গর্ভগৃহ ঢুকে পড়ছেন যা ধর্মীয় অনুশাসন সঙ্গে মানানসই নয় সেই কারণে এই সিদ্ধান্ত।