রবিন্দ্র প্রেমীদের জন্য প্রচুর আনন্দের খবর। .....
ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মনুমেন্ট এন্ড সাইন্সের প্রতিনিধি দল ,সোমবার শান্তিনিকেতন পরিদর্শনে এসেছেন , দুই দিনের জন্য। এই দলের সম্মতি জানালেই বিশ্বভারতী স্থান পাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের।
বিশ্বভারতী পরিদর্শনে ন্যাশনাল কাউন্সিল অফ এন্ড প্রতিনিধি দলে রয়েছেন ICOS এর আন্তর্জাতিকসদস্য ও ভারত সরকারের প্রতিনিধি দল। এই দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে-বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে নথিভুক্ত হবে কি না। তাই এই দল কে খুশি করতে বিশ্বভারতীকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়েছে। আগেই শুরু হয়েছে ভাস্কর্য সংস্কারের কাজ।
সংস্কার চলছে উপাসনা মন্দির , পুরনো ঘন্টা ও খেলার মাঠের। এক বছর ধরে পুরাতত্ত্ব বিভাগের এই কাজ চলবে ভাস্কর্য ও ঐতিহ্য সংস্কাররে পরিকল্পনা প্রতিনিধি দলকে জানানো হয়েছে। প্রতিনিধিদের বিশ্বভারতী সম্পর্কে জানাতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।