"এই তো জীবন
যাক না যেদিকে যেতে চায় প্রাণ,
বেয়ারা, চালাও ফোয়ারা
জিন শেরি শ্যাম্পেন, রাম।
খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও
দ্যাখো চোখে চোখে সর্ষে ফুল
...... মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ।
কিশোর কুমারের এই গান নিশ্চয়ই আপনি শুনেছেন। না, রেড ওয়াইন এর সম্বন্ধে এটা জানার পর আপনি মদ্যপানের বিরুদ্ধে হবেন না, বরঞ্চ মদ্যপানে আগ্রহী হবেন।
ছোট-বড় আমরা প্রায় সকলেই জানি যে অ্যালকোহল আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। কিন্তু জানেন কি রেড ওয়াইনের একটি গ্লাস আপনাকে সমস্ত ক্লান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে পারে।
সবার আগে জেনে নেওয়া দরকার রেড ওয়াইন আসলে কি? রেড ওয়াইন সাধারণত কালো আঙ্গুর অথবা বেরি বা জাম জাতীয় ফল থেকে প্রস্তুত করা হয়।
আপনি কি আপনার পরিশ্রমে ক্লান্ত? একদল বিশেষজ্ঞ বলছেন তাহলে নিজেকে তাজা করতে, সমস্ত ক্লান্তির অবসান ঘটাতে, এক গ্লাস রেড ওয়াইন বাড়িতে এসে পান করুন। বিশেষজ্ঞদের মতে রেড ওয়াইন-এ আছে রেসভিরেট্রল নামে একটি এনজাইম বা উৎসেচক। যা আপনার হার্ট কে ভালো রাখতে সাহায্য করে। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। অনেকেই রাতে ঘুমের জন্য নিয়মিত ঘুমের ওষুধ সেবন করেন।
🛑 বিশেষজ্ঞদের মতে রেডওয়াইন এমন কিছু উপাদান আছে যা ঘুমের ওষুধের মতো কাজ করে। তাই আপনি যদি ঘুমানর আগে এক গ্লাস রেড ওয়াইন পান করেন, তাহলে আপনি পেতে পারেন সুখের ঘুম।
🌗 আপনার কি ঠান্ডা ভাত আছে? যখন তখন সর্দি লেগেই থাকে? রেড ওয়াইন নিয়মিত খেলে ঠান্ডার সমস্যা থেকে মুক্তি পাবেন।
🌗 বর্তমান দিনে অনেকেই দাঁতকে সাদা ঝকঝকে করার জন্য নানারকম রাসায়নিক ও বাজারচলতি উপাদান ব্যবহার করেন। আপনাদের অবগতির জন্য বলে রাখি- দাঁতের এনামেল কে শক্ত করে দাঁতকে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে ও সাদা ঝকঝকে করতে রেড ওয়াইন এর জুড়ি মেলা ভার। এছাড়াও বিভিন্ন ধরনের এলার্জি, ভাইরাস ঘটিত রোগ প্রতিরোধে রেড ওয়াইন সাহায্য করে।
🌑 বলিউড, হলিউড এর নায়িকারা গ্ল্যামার নিয়ে একটু বেশি ভাবেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই নায়িকাদের মধ্যে অনেকেই রেড ওয়াইন পান করেন। আপনি কি জানেন এর পিছনের কারণ? রেড ওয়াইন - এ এক ধরনের উপাদান আছে যেটি ত্বকের বলিরেখা কমিয়ে দেয়।
🌘 যাদের খুব ব্রণ হয় তারা যদি নিয়মিত রেড ওয়াইন পান করেন তাহলে ব্রণের হাত থেকে রেহাই পাবেন।