মুখে ব্রন? স্কিনের জাদুকর অ্যালোভেরা!

               সুন্দর, কোমল, মসৃণ ত্বক আমাদের সবারই প্রিয়। বিভিন্ন নামী দামী কসমেটিকস, পার্লার এ আমরা কত না খরচ করি, অনেক ফেসপ্যাক বানাই । কিন্ত আপনি কি জানেন ঘরের অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। এটি যেন আলাদিনের জিন আমাদের ত্বকে। অ্যান্টি-এজিং, সানবার্ন, অ্যাকনে, কালো দাগ, ইত্যাদির জন্য ভীষণই কার্যকর। এছাড়া চুলের জন্য ও এটি আমারা ব্যবহার করতে পারি।



চলুন আমরা জেনে নিই অ্যালোভেরার চমৎকারি তথ্য।


১) ত্বকের জেল্লা বৃদ্ধি : অ্যালোভেরা গাছ থেকে একটি অ্যালোভেরা নিয়ে জেলার করুন এবং হলুদ (aloe latex) ক্ষতিকর অংশটি যাতে লেগে না থাকে তার জন্য এটি ভালো করে ধুয়ে নিন। তারপর জেলের সঙ্গে একটি ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে, ঘাড়ে মাখার ১৫ থেকে ২০ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।


২) ব্রণ দূর করতে অ্যালোভেরা: 

অ্যালোভেরা ও লেবুর রস এর প্যাক ব্রণের জায়গাতে লাগান। অ্যালোভেরা ও মধু এর মিশ্রণ ও ব্রণের জন্য ফলদায়ক।



৩) সানবার্ন অথবা ট্যান থেকে মুক্তি : ব্যস্ত এই জীবনে আমরা অনেকেই ত্বকের যত্ন নিতে ভুলে যাই। নিয়মিত sunscreen, টোনার, moisturizer apply করা হয়ে ওঠে না। এতে ট্যান পরে যেতে পারে। শুধুমাত্র টবের অ্যালোভেরা ব্যবহারে ধীরে ধীরে এটি দুর করবে।


৪) ময়েশ্চারাইজার : অ্যালোভেরার হাইড্রেডেট পাওয়ার থাকায় এটি একটি ভালো ময়েশ্চারাইজার এর কাজ করে।




৫) স্ট্রেচমার্কস: নিয়মিত এলোভেরা জেলের ব্যবহারে স্ট্রেচমার্কস অনেকটাই হালকা হয়ে আসে.


৬) অ্যান্টি-এজিং: অ্যালোভেরা ত্বকের ইলাস্টিসিটি ঠিক রাখতে সাহায্য করে যার ফলে ফাইনলাইন, বলিরেখা, দাগ ইত্যাদির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।


অ্যালোভেরা ব্যবহারে অনেকের ত্বকের চুলকানি, জ্বলন ভাব হয়। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.