এবার মসাকে বলুন Good Bye। জেনে নিন কিভাবে ।

 


                            যে সকল ইনসেক্ট গুলো রোগ জীবাণু ছড়িয়ে আমাদের ক্ষতি করে তাদের মধ্যে অন্যতম মশা। মশা বাহিত দুটি মারণব্যাধি হলো ম্যালেরিয়া আর ডেঙ্গু ।আমাদের বাড়িতে অনেক সময় মশার উপদ্রব যথেষ্ট পরিমাণে বেড়ে যায় । সেক্ষেত্রে আমরা বিভিন্ন মশা মা-রা ধুপ বা ইলেকট্রিক কয়েল এর ব্যবহার করে থাকি ।কিন্তু ইলেকট্রিক কয়েল মশা মা-রা ধুপ থেকে যে সমস্ত গ্যাস নির্গত হয় সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকর । তাই অনেকে সেগুলি ব্যবহার করতে চায় না। এই অবস্থায় আমরা নানা রকম পন্থা খুঁজে বেড়াই। 
  
                           মশা তাড়াতে নিচের এই চৈব প্রক্রিয়াটি যথেষ্ট কার্যকরী।  জৈবগত প্রক্রিয়া দিয়ে অনেকে মশা তাড়া-নোর এই উপায়টি জানেন না। মশা তাড়ানোর এই উপায়টি প্রস্তুত করতে আপনাকে কিন্তু যথেষ্ট খরচ করতে হবে না ।মাত্র 10 থেকে 15 টাকা খরচ করলেই হবে। আর তাতেই আপনার বাড়ি এক বছর মশামুক্ত থাকবে। শুধু যে খরচ বাঁচাতে এই উপায়টি সাহায্য করবে এমনটা কিন্তু নয় কোনরকম সাইডএফেক্ট ছাড়া এই উপাদানটি আপনাকে সাহায্য করে যাবে। অর্থাৎ এর থেকে আপনি কোন শারীরিক ক্ষতির সম্মুখীন হবেন না। কোন রকম দুশ্চিন্তা না করেই আপনি এটা ব্যবহার করতে পারেন। যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে এই পন্থা খুবই উপকারী। মশা মারার জন্য আমরা যে সমস্ত কয়েল বা ইলেক্ট্রিক সরঞ্জাম ব্যবহার করি সেগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। এক গবেষণায় জানা গেছে যদি কোন ব্যক্তি 4 ঘন্টা মশা মারার কয়েল অথবা ইলেকট্রিক উপাদান গুলো জ্বালিয়ে রাখেন তাহলে সেটি প্রায় দেড়শ টি সিগারেট যা ক্ষতি করে সেই পরিমাণ ক্ষতি করে। 
বাজার চলতি মশা মারার কয়েল বা ইলেকট্রিক যন্ত্র গুলো আমাদের ফুসফুস ও শ্বাসনালীর জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমাদের উচিত মশা মারার বা তাড়ানোর জন্য জৈব পদ্ধতি অবলম্বন করা।

                             জৈব এই পদ্ধতি অবলম্বন করতে আপনাকে একটি মাটির প্রদীপ নিয়ে নিতে হবে এবং তার মধ্যেদিতে হবে এক চামচ রসুন বাটা । এবং তার মধ্যে মিশিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ তেজ-পাতা গুঁড়ো এবং সামান্য পরিমাণ কর্পূর গুঁড়ো । এরপর সমস্ত উপাদান গুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার সরষে তেল দিয়ে প্রদীপটি ভর্তি করে দিন যাতে করে উপাদানগুলো সরষে তেলের মধ্যে নিমজ্জিত অবস্থায় থাকে। এবার একটি সলতে যোগ করে সলতে টি জ্বালিয়ে দিন। প্রদীপ থেকে যে ধোঁয়া নির্গত হবে সেই ধোয়া আপনার বাড়ির আনাচে-কানাচে যে সমস্ত মশাগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে তাড়াতে সাহায্য করবে। এতে আপনার কোন রকম শারীরিক প্রতিক্রিয়া বা ক্ষতি হবে না। এইভাবে এই প্রক্রিয়াটি ব্যবহার করে সহজেই বাড়ি থেকে অল্প খরচে মশা তাড়ানো সম্ভব। 


যদি পদ্ধতিটি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের মনোবল বাড়াতে সাহায্য করবেন

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.